তোমায় নিয়ে সংসার সাজাতে
আমার সব আয়োজন।
ভীষন উল্লাসে ঝড়েছিলো দুফোটা জল।
শ্রাবনের বনেও এসেছিলো বসন্ত ছোয়াঁ।
বিষন্ন মাঠ-প্রান্তর পেরিয়ে,
কতযে স্বপ্নরা এসেছিলো নিমন্ত্রনে।
ফেলে আসা কতযে দীর্ঘশ্বাস এসে
সাজিয়েছিলো একটি বাশর।
শীতল বিছনায় ছড়িয়ে ছিলো,
অনেক দিনের কতো যে প্রতিক্ষা,
খেলে করেছিলো আমার চারিদিকে।
সেদিন অভিমান করে কেঁদেছিল কষ্টেরা সব।
সংসার সাজাতে তবু
তুমি এলে না
তুমি এলে না।
সেই স্বপ্নেরা আজ নীরবে কাদেঁ।
আর কষ্টেরা আজ
আমায় দেখে হাসে।