তুমি যেদিন প্রথম এলে,
আমার জীবনে।
সেদিন প্রখর রোদে আকাশটা ছিল উত্তপ্ত।
কোন বাতাস ছিল না।
পাখিদের কলোরব থেমেছিল,
স্তব্ধ ছিল চারিদিক।
ক্যাফেটরিয়ায় বন্ধুদের আড্ডাটাও থেমে গিয়েছিল।
কোলাহল থেমে ক্যাম্পাস ছিল থমথমে।
ঠিক তখনি মুখোমুখি এসে বললে,
ভালোবাসি
ভালোবাসি খুব।
মুহুর্তেই আমার হৃদয়টা কেঁপে উঠলো।
এক পশলা বাতাস এসে ছুঁয়ে গেল।
পাখির কলোরবে মুখরিত হলো প্রকৃতি।
উল্লাস করে উঠল ক্যাফেটরিয়া,
কোলাহলে ভরে গেল ক্যাম্পাস।
এমনি করেই নীলান্তরের গ্রাম ছাড়িয়ে,
কোন একদিন
ভালোবাসা যদি এসে বলে,
চলো পালিয়ে যাই,
তুমি কি যাবে?