তোমার চোখে চেয়ে দেখি,
কুয়াশায় ভেজা শিশিরে মেলা,
শিউলি ঘ্রানে বাতাসের বয়ে চলা,
শিক্ত পল্লবে দাঁড়িয়ে থাকা দেবদারু বন।
শ্বেতশুভ্র আলোয় সাজানো
এক আঙ্গিনা।
কিছু পাখি প্রতিদিন এসে বসে,
খেলা করে,
গান গায়,
ভালো বাসার কথা বলে।
আর অন্য সব চোখে চেয়ে দেখি,
বিষাদময় হাহাকার,
তিব্র আর্তনাদ,
আর বিষন্নতার ছায়া বিছানো,
এক অচেনা জগৎ।