আমার বাবা কলকাতায় থাকে, তোমার মুন্ডু  ভেঙে দেবে!
নাজিরশালে, ঢেঁকিছাঁটা লালবিরুই , বাবাকে লেখা চিঠি ( অন্তিমে )


বাবা , খাবার ঘরটা কি কি সব বলে, জানো?
দুদিন হলো এসেছি, কোনো সাড়া শব্দই নেই ! সব নীরব !
ঠিক কি বলে? ঠিক ঠাক বলতে পারবে?
বলে! অনীলা, অম্ল নীলকে লাল করে!
আরো বলে!
সি এ ও সি এল ! সি এল !
আরো আছে?
না ! আর নেই!
বোধহয় ফু-কাহাত!