তারাভরা আকাশে, একফালি চাঁদ যখন হাসে
মুয়ূরকণ্ঠী নীলে ভেসে ভেসে মেঘেদের ভালোবাসে
আজন্মকাল লালিত স্বপ্নেরা বুকেতে ঢেউ তোলে
আবেগী  লোনাজল ঝরে  গহীনে ,  চোখের  অতলে |



তারাভরা চাঁদের আলোয় এই হাতের মুঠোয়
মিটমিটে জোনাকীর আলোর  ক্রমাগত জ্বলা নেভায় ,
মনে হয় ক্ষনটি  অনন্তকালের , স্বপ্ন বিলাসে
ময়ূরকন্ঠী নীলে ভেসে  একফালি চাঁদও  হাসে |