ভেসে যাওয়া মেঘের ফাঁকে সূর্য থাকে,
আরো থাকে ঢাকা সূর্যের আব্ছায়াতে,
বর্ণা লগন
কোথাও কোথাও অলক্ষ্যেতে
এখনো অনেক পার্শে মাছের স্বপ্ন দেখা,
অমলকান্তি সহন বরণ।


ভেসে যাওয়া জলের তোড়ে গুল্ম থাকে,
আরো থাকে সোমেশ্বরীর জলের ধারা  
থাকে জাতিস্বর ভূমিষ্ঠ স্বর, প্রবল কারণ,
পুরোনো দিন, পুরোনো কারণ, দীর্ণ জরা।


যায় যায় যায় জলের তোড়ে ,
সহন শীল সে অশ্রু পতন লক্ষ্মীন্দর ঘর।
অমল বরণ, চাঁদের আলো,
গৌর কান্তি শোকাতুর সেই  বেহুলা স্বর।


তোমার আমি নগ্নবরণ-রাতের-রাকায় কাফন দেব,
নাম দেব তার সকাল বেলা, মেলের তুফান , জতুগৃহ
প্রজাপতির রঞ্জন কালে উল্কি তে আজ  উথলে ওঠে ,
তোমায় আমি জানিয়ে দেব , গৃহস্থ ঘর, শিরনী পরান।