আমার প্রাণ যাঁর হাতে , সেই সত্তার কসম
কিছু কথা ক্ষয়ে যায় অবিরত, বোধের বাইরে |
সম্বিত ফিরে পেলে দেখি, দিনান্তের আকাশে
ভেসে গেছে অনেক মেঘ , বহুকাল ধরে ....
সমুদ্রের লোনা জলের অবিরাম ধারায় অনন্ত কালের স্রোত ....
যা বলতে চাই , হয়তো তা নীরব কালের , একান্তের ,
যা বলতে চাই না, তাই হয়তো প্রকাশ্য বারবার, ক্ষতের মতন |
ভালো থাকো, ভালো হোক জগৎ ও জীবনের ,
এই এইটুকুই চাওয়া যেন রয় চিরকাল |
তামান্না ফেরদৌস
২/৯/২০১৯
মেনে নিও তাোমার মহত্ব দিয়ে।
বিনিময় দিও পরকালে।
আপনার নির্মল প্রত্যাশার প্রতি
শ্রদ্ধা জানাই প্রিয় কবি,
শুভ কামনা রইল।
শুভরাত্রি
ভাল লেখার জন্য অভিনন্দন।