সংলাপ ১  : চিঠি লিখছিলে নাকি ? কাকে?
সংলাপ ২ : আমার আবার চিঠি লিখবার কে আছে ?
বাজারের ফর্দ লিখছি |
সংলাপ ৩ : আজ কেমন ঝুম বৃষ্টি পড়ছে, মেঘ কালো করে , দেখেছো?
সংলাপ ৪ :হ্যাঁ , দেখেছি | কাপড় ধোবার কথা ছিল, আজ আর হবেনা বোধহয়
সংলাপ ৫ : আজকের দিনের মতো একটা দিনেই বোধহয় কবিগুরু লিখেছিলেন
"এমন দিনে তারে বলা যায় , এমন ঘনঘোর বরিষায় ! "
সংলাপ ৬ : হবে বোধহয় , কে জানে বাপু ! ঘরে চাল ফুরিয়ে গেছে, মনে আছে ?
সংলাপ ৭ : তুমি না একেবারে বিশ্রী ! ঠিক যেন আকাশ থেকে ফেলে দাও !
সবসময়ে এক রকম !
সংলাপ ৮ : আচ্ছা, আচ্ছা ঠিক আছে লুচি মাংসই খেয়ো নাহয় !
সংলাপ ৯ : লুচি ! তোমার সত্যি জবাব নেই !
সংলাপ ১০ :  যা বলেছো!


এপ্রিল ২২ , ২০২১