যা থাকে অবশেষে  , টেনে টুনে কায় ক্লেশে  ,এই বা কিছু মোর কম কি ?
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা , মরবার আগে মরা, এর চেয়ে বেশি আর ক্ষতি কি ?
জ্বর এলে কাঁথা-মুড়ি , ভুলে সব জারিজুরি, ভালো লাগে ভাবতে সে প্রসন্নমুর্তি
আগেকার কথা সব , কবেকার, কোথাকার, জানি ,  হিসেবে  নাই কোনো ফুর্তি
তুলো ভরা ফুল তার , চুমকি বসানো তার,   কাঁটায়   থমকে থাকা সেকাল
কতকাল গেলো কেটে হিসেব কি পারি তার ? শুধু  দৃষ্টি মুগ্ধ করা  সকাল
এই বেশ ভালো হলো, কথাগুলো বলা গেলো , কজনেই  বা সময় পায়?
আড়ংয়ের কালে এসো মিলে মিশে এক হই , ডাকছে সে সময়ের দায় |