জগতের সব দুঃখ
যদি পাখিদের সাথে,
মেঘেদের সাথে
উদাস কোনো এক মুহূর্তে
হালকা পালকের মত...
উড়িয়ে দেয়া যেত !
ক্ষণস্থায়ী এই জীবনের
ভোরের ঘাসে শিশিরকনা ,
দুপুরের রোদ্দুরে তারে ঝুলতে থাকা
ধবধবে জামাটার রং ,
আর পড়ন্ত বিকেলের আলোয়
দূর পাহাড়ের চূড়োয়
পুঞ্জীভূত মেঘেদের সারি ,
কোথাও তো দুকূল ছাপানো
দুঃখ এড়ানোর দায় নেই !
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা জীবনেও
বাঁচবার বড়ো সাধ জাগে ,
এমন কোনো এক  দিনে  
বাঁচতে ইচ্ছে করে আলোর ভেতর,
বাঁচতে ইচ্ছে করে রংধনুর ভেতর ,
বাঁচতে ইচ্ছে করে
পরাগ রেণু মাখা প্রজাপতির
রঙীন ডানার ভেতর |