আমি ধ্রুব সত্যটাকে ছুঁতে চাই , নিরন্তর আগলাই
দেখি সে লজ্জাবতী পাতাটির মতন গুটিসুটি |
আপাতসত্য মেঘে ঢাকা প্রহরের নিয়ন্ত্রিত শূন্যতাই,
প্রবল ঘন  বিষাদের সবুজ তবুও খেলছে জোড়াবুটি |

কথার ঘোড়ার দামাল ছোঁড়া অষ্টপ্রহর চক্রব্যূহ ,
নেই ফিরিয়ে , ঠায় দাঁড়িয়ে সুনিশ্চিত সে জতুগৃহ |
আসছে আমার সুপ্ত বোধন , ফিরছে বাড়ি ঘুমের বড়ি ,
শূন্য বুকে আঁচল ঢাকি , কোমল পাঠের শেষের কড়ি |

নিমেষ প্রহর তেষ্টা বোঁজা গুনতে থাকা গোঁত্তা ঘুড়ির ,
হয়তো কোথাও ,হয়তো আবার ঝরঝরে সুর চালের গুঁড়ির |
পুঁথির মতো ক্লান্ত নাটাই ঘুমিয়ে পড়ে ,এলেবেলে এলো চুলে ,
বাসতে থাকা সোঁদা মাটির ভেজা গন্ধে , অদেখা কোন পত্রমূলে |

ঘুমিয়ে থাকা ছোট্ট বুকের কোমল শ্বাসে , কোমল চুলের গন্ধবাসে
বাসতে থাকি প্রহর আমার , নিয়ন আলো জলে নেভে দীঘির অতল |
ছোট্ট মুঠো আলতো ধরে, ঘুমের ঘরে শুভ্র কোন অন্য সুখের সহজ আশে
বাসবো ভালো প্রহর তারও, ঘুমিয়ে থাকা পাঁপড়ি বোঁজা সজল কাজল |