আজকাল পথে হাঁটতে দেখি পথচারীর মুঠোফোনে
ঝিঁকিয়ে ওঠে সুন্দর দৃশ্য নিয়ে , ক্ষনে ক্ষনে ,
আমিও একাকী জনারণ্যে মিশে যাবার আগমুহূর্তে
ভাবতে চাই , ক্ষতি কি ? এই বেশ ভালো আছি |
শুধু টের পাই , কান থেকে ওটা সরালে
আকাশ আরো সুনীল  হয় , ঘাসের শনশন  সাড়া
স্পষ্টতর হয় হৃদস্পন্দনের সাথে সাথে ,
একাকী জনারণ্যে মিশে যাবার আগমুহূর্তে
আরো একবার সেই সুনীলতর বক্ষে ধবল মেঘ দেখার তৃষ্ণা জাগে |


--- কবিতাটি উৎসর্গ করছি আমার মাকে , ওনার ঘরোয়া নাম ছিল বেলা |