সবুজ পাতার ওপরে নরম রোদ ঠিকরালে
ঠিক কাকে মনে হয় তোমার ?
ফিরে এসেছি গোলাপ বাগানে ,ফুলের বাহারে
কাকে হারালে মনে হয় তোমার ?
হন্যে হয়ে ছুটোছুটি, অভিমুখী স্কুলের ঘাঁটি
কাঁচে তবু কোন বাষ্প জমে ?
অস্পষ্ট, অব্যক্ত  কোনো কথা থাকতে নেই
তবু কোন কথা থাকে অবিরত?
বলতে নেই, ভাবতে নেই , চাইতে নেই
তবু থেকে থেকে সংলাপ ক্রমাগত ?
বোধে শান্ত থাকতে শিখি , ধাতস্থ  দ্রুততায়
কথা হারায় , দূরাগত  সুরের মতো |