কোনোদিন  আর বান্দা দেখেনি  
সুকঠিন সে  ব্রত পালন ,
টিমটিমে বাতি , আলো ছড়ায়
কল্যাণ কামী  সালাতে মন |
একলা  সফেদ মূর্তি , ঝাপসা
চোখের পাতায় কোমল ছোঁয়া  ,
শেষরাতে , আজো বাজে একান্তে
মৃদুস্বরে শোনা কোনো দোআ |
ভীষণ ক্লান্তি-ভার  নিয়ে ঘুমে
চেনা স্বর শুধু যাই  খুঁজি ,
'জ্বরে গা তো পুড়ে যায় তোর '
লোনাজলে ভেজা চোখ বুঁজি |
এখনই ছিল যে চোখের সুমুখে
এক পলকে কোথায় ধায় ?
দয়াময় তুমি দয়া করো তায়
বোধের জমি সে আজো ফলায় |