নবীন পাতা ঝরে গেলে ঘূর্ণি বাতাসে
টহল বিমান আঁকলে আখর স্বচ্ছ  নীলাকাশে  
মনে হয় আমি একলা নই যে কখনো
একলা বোধের কষ্ট অনেক, তাও জেনো |
আলতো আঙুল আকাশ মেলে , দিগন্তে
দাঁড়িয়ে দেখি , তাকেই দেখি , এ প্রান্তে |
খুঁজতে থাকি নিজের ভেতর , গ্রন্থিবিহীন বন্ধনে
শ্বাসের শব্দ দীর্ঘতর , হেরি ভাবনাবিহীন স্পন্দনে |
নিজের ভেতর শ্বাসের শব্দ ধ্বনিত হয় , দীর্ঘক্ষণ
জীবন , জেনো কৃতঘ্ন নই , লালন করবো চিরদিন |