ইলিয়া কামিনস্কি কে চিনেছি সম্প্রতি তাঁর "Deaf Republic " বইটির মাধ্যমে। বইটি যুদ্ধপীড়িত একটি অসম যুদ্ধের বিরতিহীনতার মধ্যে ভালোবাসা , সম্ভাবনা এবং মূলত কবিতার কথা বলে, যা খুব অদ্ভুত একটি কারণে "নিখিল" বা "all encompassing " এর যোগসাজশ এর কথা মনে করিয়ে দেয়।


রবি সাহিত্য যেখানে মঞ্চটি নিয়ে সাজঘরে ডাকে, সেখানে এবেলার সাহিত্য  যুদ্ধ, খণ্ডিত ও সমগ্রে বার বার মনে করিয়ে দেয় , কৈলাসে ভয়ংকর !


তবে কিছু পাশ মার্ক ছিল।  শেষ হয়নি আদৌ।