চিকন সিঁথি শান্তমতী
দীঘির মতন চোখ ,
বারোমাসের অহর্নিশে
নেইতো অনুযোগ |
দুই বিনুনী লুটিয়ে থাকে
ফিতের সাথে ভাব ,
সন্ধ্যেবেলার পুকুর পাড়ে
কিশোরীদের খাব |
কোথাও তারে আকুল খুঁজি
চেনা কন্ঠস্বর ,
ঘুম পাড়ানি মাসী পিসি
মিথ্যে স্বার্থপর |
শাড়ির ভাঁজে খুঁজতে থাকা
অস্ফুট তার মায়া,
লুডুর গুঁটি হিসাব কষে
পূর্বাভাসের কায়া ||