তোমার গালে প্রতিফলন ঘটছে বিষন্ন এক আলোর
তোমার চোখ চুলোর রান্নার ওপরেই নিবদ্ধ...
ভাতের উনুনের গনগনে আঁচে
ঝাপসা তোমার মুখ,
ধীরে ধীরে এক শিল্পকর্মের সাধনা হয়ে ওঠে,
কোনদিন বলা হয়নি , হবেও না ,
অগোচরেই রয়ে যায় জীবনের বহু বহু কথা |
আজও চোখ বুঁজে এই ছবিটা দেখতে পাই হুবহু
ঠিক কত বছর কেটে গেলে পর
স্মৃতি ভ্রষ্ট হতে পারে , জানো কি ?
পল পল শতদল ,বুকের জমিনকাল,
নোনা জলে ভেসে যাওয়া একান্তের দাহকাল ||