আমার সাত রাজার ধন নেই
তবে যা আছে তাও কিছুমাত্র কম নয় |
শীতল বরফ , ক্রমাগত খুঁড়তে থাকা সময়
এর বিপরীতে কোনো একটা অতিক্রান্ত বোধোদয় |
যা বলা যায় সহজে, তাই বোধ করি অনিবার্য
দান্তে , বিয়াত্রিস  এর চাইতেও যে সত্য অপরিহার্য |
যুগপৎ সংবিধিবদ্ধ সতর্ক কার্য |

নিশ্চিত জানিনি এখনো , ঘরভরা অন্ধকারে দম আটকে গেলে
নীল ,লাল , সাদা শাড়ী গুলি ফাঁস হয়ে কণ্ঠরোধ করতে থাকলে
সব রং মুছে গেলে,  এই মুখ খানিকে চিনতে পারবে তো ?
তখন খুব চেনা কোনো সুরে মুক্তোগুলি গাঁথতে পারবে তো ?
জানি উত্তরটা হয়তো হাঁ অথবা না, মাঝামাঝি তো কিছু নেই ,
আশাপ্রদ যোগান দেবার ভার তাই অবলীলায় সমর্পিত করে দেই
তোমাতেই |

রাস্তায় প্ল্যাকার্ড  হাতে ছিন্নমূল ভাসমান দম্পতি দেখি
শোকাতুর নারী পুরুষ , অসহায় শিশু ,
কখনো থামা হয়নি তাদের জন্য আলাদা করে
খোঁজা হয়নি নিতান্ত নিজের করে |
ভাববার অবসর |

খুব বকাবাজী আর উচ্চ বর্গীয় ভাববাচ্যের ভিড়ে
খুব সরল একরৈখিক নীতিগত পক্ষপাতদুষ্ট ছাপোষা নীড়ে
আশা রাখি একদিন ঝুম বৃষ্টির শব্দে, শব্দকল্পদ্রুম হয়ে
অনেকের মাঝে পেয়ে যাবো নিজের মতো নিজের ছন্দ-লয়ে
একান্ত যা আমার |