সকল শব্দ নীরব হলে  স্পষ্ট হয় সে স্বর
সেই স্বরে আজ বোধন জাগে , শব্দ নিরুচ্চার |
আলাভোলা খেলার মাঝে মত্ত হয়ে  রই
উলট পুরাণ অঘটন সব , ছিটকে পড়ে বই !


মাপজোক আর নিক্তি হিসেব , কে যে পেলো কত
সকল হিসেব উড়িয়ে যদি মুচলেকা দেয়া যেত !
একের পিঠে দুই উঠে সে ধরতো তিনকে মুঠোয়
ধুলো ঢাকতে দুনিয়া উজাড় না ঢাকবে আপন জুতোয় !