ছায়াময় মুক্তির কাছে নিবেদিত প্রার্থনা,
তুমি নিষ্কলুষ অপাপবিদ্ধ শুভ্রতা হতে পারো ?
প্রচন্ড ঝড়ের পূর্বাভাসে স্থির,স্থিতবুদ্ধি,হিতাকাঙ্খী,
বন্ধুভাষী কোনো কথন হতে পারো?
আমি যদি কুণ্ঠাগ্রস্থ ,অপরিণত কোনো দায়মাত্র হই,
তুমি সেই দায় থেকে মুক্তি দিতে পারো?
যুগলবন্দী রচনায় আমি যদি কোনো প্রশ্নচিহ্ন হই ,
তুমি তার পাদটিকা হতে পারো ?


আমি , তুমি বা আমরা কোনো খন্ড,
খন্ড বা বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে একাকার |
পাগল হাওয়া চিরতরে উড়িয়ে দিলে
তুমি আবার তা মুঠোবন্দী করবার শক্তি রাখতে পারো?
তুমি ,আমি কোনো কথোপকথনে উপসর্গ,
অনুসর্গ বোধক বিশ্লেষণে মাখামাখি হবার জোগাড়...
হতে পারো তুমি মূল প্রসঙ্গের অফুরান ডালে
দরকারী সম্ভার অথবা রসুন তেলের বাগাড়?


কোথাও তেতাল্লিশে দেখি কুকুর আর মানুষে,
অপেক্ষায় শকুনী আর নিতান্ত আরাধ্য ভাগাড় |
তবু একফালি বোধ মুচকি হাসে;নিয়তি আমার নয়,
আমি তাকেই বলি এবার চার অথবা ছাড় |
প্রচুর, প্রবল অসম্ভবের ভরে ন্যুব্জদেহ যে পিদিম ,
ধাইছে সদাই , বলছে হৃদয় পালাই পালাই
তবু দেখি সাদা কাগজ,হাতে রাখি কালির কলম,
আঁকিবুঁকি,উঁকি ঝুঁকি,নিমিত্ত সে প্রস্তুত সদাই ||