কবিতাটি উৎসর্গ করছি প্রিয় কবি শব্দ মাধুকরী কে |


               এপার -ওপারের  বোধোদয়
কিছু কিছু কথা যা হয়তো অনুক্ত হলে বড় বেশি ভালো হয়
তবু বোধহয় ফাঁকি থেকে যায় , এপার -ওপারের  বোধোদয় |
তুমি বলবে মহাত্মা খিজির একজন খুনি , আমি বলবো প্রজ্ঞাবান
আজন্মকাল ধরে বিচার চলবে , সাধারণ ও অসাধারণ প্রাণের মান |
সব কিছু শেষ হলে , আমি  দুপায়ে হেঁটে পৌঁছবো কোনো সময়ে
মানুষ যেখানে মৃদু স্বরে এখনো শান্তি আর বিধাতার আলোর বলয়ে |
আমরা কাঁদবো অতীতে , শক্তিতে ছোঁব ভবিষ্যতে , থাকবো বর্তমানে
মুছিয়ে দেবার যদি কেউ না থাকে , দুটি হাতই যথেষ্ট সকল মোচনে |
তুমি হয়তো বলবেনা একহাতে মোর বাঁশের বাঁশরী , রণতূর্যে আর
তবে ক্ষুদ্র কোনো কথাও ক্ষুদ্র নয় , যদি কষ্ট পাও কোনো বিফলতার |