তুমি বিবর্ণতার কথা বলো , হলদেটে বর্ণ ঘাসের কথা বলো
তুমি আকাশের গায়ে সাদা মেঘের ভেলা দেখছিলে? তোলো,
কণ্ঠ তোলো আকাশের উদারতায় , ঘন মৌ মৌ বাতাসের গন্ধে
তোমার আমার কথা থাকে এখনো এখানে , আতর-গন্ধী ছন্দে |
এসো ,কথা বলার নির্মল আনন্দে  কথা বলে যাই  অবিরত ,অনর্গল
এসো, কখনো সেই পৃষ্ঠাখানিকে কাঁথামুড়ি করে , ভেঙে সব অর্গল |
যা আমার তোমার চিরকালের , সেখানেই হোকনা শুরু সকল কথার শেষ
বলতে চেয়ে অনেক কথা হারায় যা চিরতরে , অবশেষে থাকে কিছু রেশ |