ভোর হবার অপেক্ষায় এখন প্রহর গুনি
গোটানো জায়নামাজেও হালকা আলো পড়ে,
পুব দিগন্তে আলোর রেখা আরো প্রসারিত হবে ধীরে
হালকা নীলে আবীর রঙে ছড়াবে নতুন দিনের আভাস |


আজ প্রচুর বাষ্প জমছে বুকের ভেতর
স্রষ্টাকে জানাবার, সে দায় তো আমারই, তাই বোধ হয় |
গলা নদী যদি বয় নিরবধি, তবেই তো তাঁর সাড়া পায় !
কোথাও একাকী অপেক্ষায় এই বোধ জাগে , ভোরের প্রত্যাশায় |


জীবন ক্ষয়িষ্ণু ধূসর , ক্রমাগত হারায় প্রেম
গত হয় একে একে ছায়া দেয়া দীর্ঘ বাঁধন গুলি
অচিন পাখি নতুন ভোরে গেয়ে ওঠে , বলছে , " এসো ভুলি !"
শেষরাতের আবছা আলোয় সব ভুলই বোধ হয় , তবুও অপেক্ষায় |