মধ্যবিত্ত মানসিকতার
একটা  দায়বদ্ধতা আছে, ছক বাঁধা  এই জীবনে।
এরা সর্ষের তেল কেনে, ইলিশ মাছের তেলে ঝোলে
আলিঙ্গনাবদ্ধ থাকে জীবনভর ....


সেই সাষ্টাঙ্গ অনুষঙ্গে,
মায়ে ঝিয়ে কুড়োতে থাকে,
জিরোতে থাকে, আর হারাতে থাকে স্বপ্ন,


আর সব শেষ হয়ে গেলে
আত্মতুষ্টির ফুলঝুরি ছুটিয়ে গল্প চলতে থাকে ,
হারানোর কথনকে ঢেকে, আগামীকালের পুনরাবৃত্তির জন্য।


আমার ক্ষতস্থান গজ কাপড় দিয়ে ঢাকবে,
এমন গ্রন্থ লেখোনি বোধহয় এখনো।  


আমার মধ্যবিত্ত আকাশের সীমানা আসলেই অনেক অভিমানী,
বৃত্তাবদ্ধ কিংবা বিশাল
আমার সারাটা জীবনের মত।  


এক জীবনের পরিধি খুব বেশী ছোট হবার কথা নয়।


জুলাই ৭, ২০২২