বন্ধু ১ : আলোকপাত : দর্শন

ছায়াগ্রস্থ বন্ধুত্ব
ঘন ছায়া কারো ,
ছায়াময়ী মায়াকাড়া  
জলে পড়া রোদে ভরা |
গড়ে ওঠো নিয়মে
বিকশিত মরমে |
     (অন্তত চেষ্টা করো ....)

বন্ধু ২ : ছায়ামূলক : প্রসন্নতা ও বিবিধ

মন ভালো নেই ?
কেন ?
মনকে এবার জানিয়ে
ভাবিয়ে এবং হারিয়ে
ভালোতে এনো  |
পারবেই
তাও  জেনো |
আজ ?
আজ ছিল দেখবার সময় ?
  (কিন্তু  .......)

বন্ধু ৩ : চলতি পথের সঙ্গী

কতদিন আপনার খবর পাইনি !
ঠিকানাটাও মুখস্থ রাখিনি |
ভালো আছেন ?
কতক্ষন এলেন?
শনিবার থেকে রোববার খুব ব্যস্ত
বাকিটা ...(সাব্যস্ত !)

বন্ধু ৪ : প্রবল বাস্তবতা

খোশমেজাজে আছি |
কিছু বলবে ?
তাতেও আছি |
কতক্ষন আর আয়না?
কত আর বায়না !
এনে দেব লালচুড়ি
শাড়ি আর গয়না |
(বিগড়ে দিলে তো !
সম্ভবত কথ্য বাচাল শুধুই প্যাঁচাল
স্বপ্নপুরীর ভীষণ চড়া মাইনা |)

আরোপিত গন্তব্য :
অতীত, অতীত এবং চলমান অতীত ..... (চলবে)