তুমি শিল্প,সৌন্দর্যের কথা বলো
সততার কথা, প্রজ্ঞার কথা বলো |
আর আমি ? খুচরো করি নিজেকে তাই
কাঁঠালের মহিমায় ফালি ফালি হয়ে যাই  |
তুমি শিল্প , সৌন্দর্যের কথা বলো
আনন্দ আর ভালোবাসার কথা বলো |
আর আমি ফল্গু ধারায়  বিষ্ঠার ছিটে দেখি
গা শিউরে ওঠা  দূষণে ঘৃনাবোধটাও হয় মেকি |
দেখি বিশ্বশান্তির আদলে থাকে ঘোরতর যুদ্ধাপরাধ
বুটের লাথিতে ছিটকে পড়ে গোরে , যত ছিল সাধ |