সুন্দর শব্দ , কোমল , মধুর
ঝরছে যেন ভোরের  শিশির
ক্ষণস্থায়ী , তবুও কাঁপায়
কথার সম কেউ কি ভাবায় ?

বাসাবাসির এই যে ক্ষনে
নিত্য ভোলার এই যে প্রাণে ,
হয়তো সত্য , হয়তো মিথ্যে
অলীক মায়া, বড়াই বিদ্যে |

ছিন্ন সুতোর এই যে ক্ষনে
প্রথম মুখ  যে পড়ে মনে
ব-দ্বীপটি যে দুঃখী মোর ,
আসবে কবে তোরই ভোর ?

সুন্দর শব্দ , শিশির সম
আপন ছটায় সুন্দরতম ,
রোজ যে একটা  আকাশ মাগি
তোমার , আমার সবার লাগি !