লক্ষ্য করি,  তার বাঁ গালের অনিন্দ্য সে তিল  
হাসলে গালে টোল পড়ে তার ,  স্নিগ্ধ অন্ত্যমিল |
কাঁচভাঙা সে হাসির সুরে , উঠোন জুড়ে শশী
জোছনারই  বাঁধ ভেঙে যায় ,মন জাগে উদাসী |

কাঁপতে থাকা আঙুলে তার রুটি মাংসের ঝোল
মৃদু স্বরের ওঠা নামায়  ক্লান্ত চোখের কোল |
কবিতা , তুমি দুঃখ নেবে ? তুমিও কি কাঁদো ?
শোকে  দুঃখে জরাক্লান্ত চোখের নদী  বাঁধো ?

আমি তোমায় ভাবতে শিখি মায়ার সকাল সাঁঝে
গুছানো সে মিহিন শাড়ীর আলতো কোনো ভাঁজে |
লোনা জলের কষ্ট মাপো , আদল মেলে তারি
থমকে থাকে চাপা দুঃখ , ছুঁতে যেথায় নারি |