বাতাসে তোমার চুল উড়ছিল ​
পড়ন্ত বিকেলে  রোদ,  সোনাগলা ,​
তুলিতে শিল্পী  ছবি  আঁকছিলো​
চোখের মায়ায় ,চাহনী  রোদেলা |​

পড়ন্ত বিকেলে হেঁটে চলা ​
স্বপ্ন সবুজ শ্যামলে বহমান ,​
কোনো কথায় তুমি হাসছিলে ​
প্রাণখোলা হাসি , সাবলীল , অফুরান |​

পড়ন্ত বিকেল রাত হয় ​
বয়ে চলা জীবনের আয়নায় ,​
অসমাপ্ত ইচ্ছেগুলো তৃষ্ণা বাড়ায় ​
স্মৃতির কড়া নড়ে , দরজায় |



দুপুরগুলো বিষন্ন সব
আঁধার করে আসে ,
ঠাসবুনোটের ঘরগুলো সব
স্বপন অভিলাষে ,
বুনতে থাকে গল্পগুলো
একের পরে এক ,
একরত্তি সময় যে নেই
সবাই আমায়  দ্যাখ |
এর ভেতরেই বাড়তে থাকে
মায়ের কোলের ছা ,
একটা কোলে , একটা পিঠে
তাইরে নাইরে না |