ঝুম বৃষ্টি পড়ছে  আজ , উন্মাতাল
উপুড় বাটির রোদন চলে , টালমাটাল |
রোদন হাওয়া , বৃষ্টি ধোয়া ফুলের বাসে
কোথাও আবার স্পর্শ করে , নীরব ভাষে |
লজ্জাবতীর পাতা গুটোয় সেই ছোঁয়াতে
খসছে  ছিন্ন মুকুলগুলো ,  
যাই হেঁটে যাই , ঘাসের বুকে
ঝরছে যেথায় শব্দগুলো |
প্রবল দোলে , জলের তালে  
ভাসছে সুরে দগ্ধদিন ,
সোঁদা মাটির গন্ধ ওঠে  
বৃষ্টিভেজা আকাশ লীন |
খাতা ফুরোয় , কথা জুড়োয়, ক্রান্তিকালের চরম ক্ষণ
ফোঁটা জলের বিন্দু চেনায় তিলে তিলে তার ধরণ |