কুনতা  কিনতে তাঁর মেয়েকে জড়িয়ে বুকে  
শুনিয়েছিলেন  বংশ লতিকার নাম সকল !
ক্রীতদাসের হাসি শুনেছিলো ঘোরলাগা  চাঁদ
মুছেছিল  রাত, এযাবৎকালে  সব গরল |


রোসা পার্কসের  বাসটি দেখেছি , ইতিহাসের সাক্ষী
পাল্টেছিলেন নিয়ম  তিনি , অকুতোভয় ,ঋজুতায় ,
বাজতে থাকা স্বরগুলোকে ছাপিয়ে যান  সহজেই
স্বপ্ন হন্তারক স্বপ্নচারী ,ভিজেছিলে পরম সেই শুদ্ধতায় ?


আমি চিন্তার কীটমাত্র ,  খুবলে খাওয়া পাউরুটি
নিশ্চিতভাবে ধোয় আমাকে নিত্যি তোমার ঘষামাজা ,
হাসতে পারি , আস্তে বোলো , নয়তো বাঁশী লম্বা দেবে
আমাতে  কি আর নির্ভর বলো, তোমার মরাবাঁচা ?


তুমি কি চেনো বেলালকে ? খাব্বাবকে ? চেনো বলো ?
চর্বি গলে আগুন তারই নিভেছিলো ক্রীতদাসের ওই শরীর ,
চিনতে চাইছি ক্ষতটাকে, ঠিক কদিনের পুরোন বলো ?
ঝপাস ! যাবে বালতি জলে , নিশ্চিত জেনো ওই দড়ির |