ক্রমে দুর্বোধ্যতা স্পষ্ট হয়ে আসে
আমি দায়ভার দিতে চাইনি , বাঁধতেও না ,
আমি কোনো রূপকের তবকে মোড়ানো বিলাসী পান ,
ছিদ্রযুক্ত বেসনের গোলার ভেজে তোলা খুন্তি...
খালি মনে হয় , পানের ওপারে কেউ অতীত পানের পাপী না তো ?
বেসনের গোলা গুঁড়োগুঁড়ো করে না তো কাউকে দক্ষিণার বদলে ?
তুমি উচ্চস্বরে বোলো , বলতে থাকো জল এবং কলকাকলির গল্প
তুমিও কি অপারগ কোনো তুচ্ছতাকে বিদায় দেবে? বলে দিও, সময় স্বল্প |