বাংলা ভাষায় কত অদ্ভুত সম্বোধন আছে , খেয়াল করেছো ?
আপনি, তুমি , তুই, সম্পর্কের বিভিন্ন রকম সম্বোধন।
এভাবে বলতে বা ভাবতে হবে কেন?
তুমি অন্যমনে পান্থসখা বলে নিশ্চুপ থাকতে পারো
কারণ দূরের, জানালা দিয়ে বহিরঙ্গের সুরের মতন , পাখির ডাকের মতন।
সেখানে উড়ন্ত পাখিটার নাম তুমি কি দেবে?
এক টুকরো মেঘের নামটাও বা কি দেবে?
তোমার ইচ্ছে অনিচ্ছের বাইরে তো সে !
সে তো কস্মিন কালেও বলে নি সে বিরহী যক্ষের দুঃখে অলকায়
না পার্থেননের পথে এথেনায় !
তোমায় এসব বলে ? বলে বলে বিরক্ত করে?
না তাও ঠিক না!
ধরো জায়মান ভাইরাস পরীক্ষা করবার জন্য হাসপাতালে নিশ্বাস ভরে এলে ব্যাগে
পরীক্ষার ফলাফল ধরো বিকেলে দেবে
তার মধ্যে সারা সকাল ধরে তোমার মনে হতে লাগলো
সে ফুঁয়ে তোমায় ছিল, না তোমায় নিয়ে তুই নিয়ে কারো আপনি ছিল, এসব ছাড়া কিছু নয়!
তোমার দুঃখ নেই?
অনেক, বৃহত্তম।
আর সত্যি কথা বলে ফেলাটা অনেক বড় দুঃখ !
তুমি বলে অগ্রজের পাশে কবরস্থানে আপনি এবং আপনার হয়ে বহুধা অবস্থানের ওপরে দৃষ্টিপাতের মতো
যেখানে আরাধ্য জন আসলেই কেউ নেই
স্রষ্টা যদি তোমার রুহের জুলম আর অশান্তির আরোগ্য নিজের এখতিয়ারে না নেন
তিনি অমুখাপেক্ষিতা, আমরা কেউ তা নই
সমসাময়িক নেতৃত্ব , সমসাময়িক ছাত্রাবস্থা, কোনটি ঠিক অনিবার্য, ত্রিকাল জুড়ে নেই
দিনশেষে তাই গতকালের ভোজ, আজকের বাসী কোনো দণ্ডপল
তবু ধরে রাখা স্মৃতি জুড়ে পাখিরাও ফিরে আসে
আর বলে, ছুটি দিও ! আমার ল্যারিংক্স , ফ্যারিংক্স দুইই বেহাল দশা
আমি বলি কেন?
কোরআন তর্জমা করেছিলেন গিরিশ চন্দ্র সেন
তার খালি রেহাল আর গেলাফ পড়ে আছে
পুরো কোরআন টি রোজ এম্বেসী জুড়ে সুলুক সমাধান করতে যায়
আপনি, তুমি না তুই
জীবদ্দশা বলে কথা !
জানুয়ারী ৩০, ২০২৪


https://en.banglapedia.org/index.php/Sen,_Girish_Chandra