একটা অসাধারণ কবিতার জন্মক্ষণে বলবার কথা ছিল,
কি কথা?
আমি কিংবদন্তির কথা বলছি।
কি রকম?
সম্ভব হয়নি।
কি হল ?
মুহুর্মুহু সাবুদানায় পোস্ত এনে ঘোল দিচ্ছে!  কিংকর্তব্যবিমূঢ়।
এখন কি করবে?
শেষ দফা স্টার্চ , একই গন্তব্য হওয়া উচিত ছিল। নিতান্ত অনুষঙ্গে,
বেরেস্তা আর ঝাঁঝরি নিয়ে
ঝাঁঝরা হয়ে গিয়ে ফারিশতে হবার সকল সাধই হারিয়ে ফেলেছে।
এখন সে দশা যেন ধোঁকার ডালনা! নাম শুনলেই অস্বস্তি।
ফারিশতে কিরকম ? মিসাইল না মিকাইল ? না ইস্রাফিল ?
না, জিব্রাইল এর ডানাতেই আটকে আছে।
মাঝে মাঝে গার্সিয়া শুনে জাদু প্রশ্নে
বাস্তবতা আর ঘরের মাঝ আর মাঝারে চিন্তা করে
ঘরময় শিশু হাঁটবার কথা ছিল স্বপ্নদিনে
সেখানে ঘরময় স্বয়ংক্রিয় কবিতারা ঘর্ঘর করে !


৩-৩-২০২৪