তৃষ্ণার জলের গেলাসে বরফের মতো
গলতে গলতে আবিষ্কার করি,
আমার তরল হবার অনিবার্য পরিণতি ,
শুধুমাত্র একটা পরিণতি মাত্রই |
ঘর গেরস্থালির খুঁটিনাটি, টুকি টাকি ,
শৈশবের হাতছানি বিড়ম্বিত করে
অসহ্য ভাবে বড়ো হয়ে যাওয়া ....
শুধুমাত্র একটা পরিণতি মাত্রই |
অথচ শুধু একটা মুহূর্তে বাঁচতেও পারতাম !
বলতে পারতাম .'এসো, ভোর দেখি !'
তুমি আমায় রূপ চেনাও , গন্ধ, বর্ণ ....
তিক্ততার কটু আঘাত , তীব্র বিস্বাদও
অথচ শুধু কোনো একটা মুহূর্তে বাঁচতেও পারতাম !
বলতে পারতাম , ' জীবন বাঁচার জন্যই |'
আমার অক্ষরগুলো ঝরতে থাকে হয়তো...
সাপ, ব্যাঙ, গিরগিটি হয়ে তোমার বলয়ে |
তুমি এক ঝটকায় মুঠো ছাড়িয়ে নিয়ে ছোটো......
ছোটো উল্কার গতিতে ধাৱমানপ্রায় |
অথচ শুধু কোনো এক মুহূর্তে বাঁচতেও পারতাম
বলতে পারতাম,' এসো, একত্রে হাঁটি !'