তিনি বেলে মাটি
দেখে এলেম! খাঁটি খুবই খাঁটি!
এটা কোন দল ?
এটা কোন্দল ! ধরে নিও বিল্বদলে যা চড়েও নি , তাই পড়েও নি!
তুমি কি আলোচাল চেনো? বা নিপাতনে সিদ্ধ সন্ধি ?
পষ্ট করে বল !
কি আর ! তক্তপোষে কারপেট জুড়ে কার পাপোষে সে পশমিনা ?
তাতেই কি তুমি বাগানেতে বিলাস হয়ে সে বাগানের বিলাসিতা ?


তবে কি দো আঁশ?
বাকিটাও ফিরিয়ে নিয়ে এসো।  এঁটেল বলে জানি।  


বাদবাকি টাও বলে এসো তো ! কিসব বলে টলে!
বলে কিনা তাও!
বলে ওরাসিন কে, বলে নাপাও!
বলে সে গোলাপী, প্যারায় সিটামল হলে
সেবার এ দায় , বেকার এ প্রায় !
এনটা সীড হয়ে আনি !


তুমি কি বলো?
আমি বলে মান্য শুনি ,এলাকার অলকার
তুমি কি ভোঁস ছিলে তাই মুক্তাদিরে রোল পাঠালে ?
আলকা সালজার ? কালকে পেয়ে ক্যালসিয়ামে জিংক এ তার ?
বাড়ি কি সিভিট ? গুঁড়ো হয়ে গিয়ে বরগুনা বা বগুড়া জুড়েই
কালকে তার , কল্কে তার , ছিলকে ছাড়াই পিদিম তার ?
লণ্ঠনের সে নব ঘুরে ঘুরে পিলসুজেরই বাতির হয়ে বহির্বাটির
হাতীর ঝিলের পিলসুজে সেই মিটির মিটির , কুটির তার ?


৩-১-২০২৪