আমি অসহায়ের জন্য কোন কবিতা লিখতে পারি বলবে?
কবিতা তো কেবল আনন্দ,জীবন আর সম্ভোগের কথা বলে
বেড়ে ওঠা কৈশোরে ঘনায়মান উদ্ধত ছায়া মাত্র
যা গুঁড়িয়ে দেবার বদলে নিজেই  গুঁড়িয়ে যায়
কিন্তু বদলাতে পারেনা পৃথিবীর এক কণা মাত্র !


আমি নীরবতাকে কোন শব্দ দিয়ে সাজাতে পারি , বলবে ?
কেবলই সারে সার নীরবতা জমে, হু হু করে বুকের ভেতর
কোনো বৃষ্টির মতো শব্দ এসে যদি  ধুয়ে নিয়ে যেত !
কোনো ফেলে আসা অতীত দিনের ক্ষোভ  দুঃখ
যদি মুছে ফেলা যেত সব  মিলে মিশে একাকার করে !