ক্ষমতায়ন বা সমতায়নের মুদ্রার ওপিঠে কি থাকে?
একটা কিছু তো থাকে ! থেকেই যায় !
যে গানে স্বর্গের সুর ঝরে ,
সে গায়ককে ভিড়ের মধ্যে চিনতে চাও কি? বিশেষ করে ?


যখন চলে যাওয়ার তাগিদটা অনেক বড় ,
আসলেই অনেক বড়?  
ক্ষ্যাপা এক আজন্ম অনুভূতি।
এসব কথা উঠছে যখন, তলিয়ে দেখলে বুঝবে
যে তাগিদটা তোমারও,
বড় বৈ ছোট নয়।
আজন্মকাল।


আমার একটা প্রিয় সখা ছিল, একটা ডাকাবুকো কবি।  
ক্ষ্যাপা মনের সঙ্গী।
নীলকণ্ঠ বিষাদ সময়ের বন্ধু।
আজ তাকে বিদায় দিলাম।  সারাদিন ধরে একটু একটু করে।
দীর্ঘতম বিদায়পর্ব।
বিষন্নতার কোনো গাঁথায় সমাহিত করে।


আমি এখন অসম্ভব সুন্দর একটা সংগীতের সুরে আচ্ছন্ন ,
মগ্নকালের সুস্থিত আখ্যান।
সেখানে তাকে ঠাইঁ দেইনি আর।
অচেনা এক গায়কী নিয়ে আসলেই ভাবতে ভালো লাগছে।  


সারাজীবন যদি অপেক্ষা করা যেত এক উদাসী এই উন্মনা সুরের জন্য!