বিমান চাকা ছোঁবে যখন
বেলা মেয়েকে স্পর্শ করে
' মা আমাকে ধরে থেকো '
ফিরছি দেশে কতদিন পরে !

ফেরে বেলা নিজের দেশে
এই নিজভূমে প্রবাস থেকে ,
হট্টগোলে যানজটের এক ব্যস্ত শহর
নিয়ন আলোয়  দিনান্তেরই মৃত্যু চেখে |

চোখ তুলে সে তাকায় আবার
ঋজু শরীর যেন ছিপছিপে তার ,
গভীর আলো চোখের তারায়
আরো গভীর মৌন ভাষায় |

এই বেলা কি দেশকে বাসে?
শুভেচ্ছা তে রিক্ত হাসে ?
গল্প কি কিছু বলার ছিল ?
নটে গাছ যে মুড়িয়ে গেলো !