মামা কে মনে পড়ে, না মামানী কে?
দুজনকেই, একজন শ্যামবর্ণ, আরেকজন গৌরকান্তি , সহজ সুন্দর।
দ্বিতীয়ায় কে?
বাবার আত্মীয়া, ওনারা বাবার পিতামশাইকে মামা বলে সম্বোধন করেন।
যতদূর জানি তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে মুসলিম হন , আত্মীয়দের কিছু এপারে বাস করে , কিছু ওপারে।
তৃতীয়ায় কে?
ও বাবা! সে চায়ের মগ জুড়ে আস্তিকতার আস্তে কথা !
কেন ?
ভাগশেষে সু ছিল যে!
সু দিনে সুনামী, বকেয়াকে বুঝে নিও, বুঝে দিও।
এখন ভালো হলো?
বিধি বাম!


(আজ ১২ মাঘ ১৪৩০)