মূলত মানুষ নিদারুন একাই
ক্ষণস্থায়ী জীবন, এক পাতাই ,
পদ্মপাতার টলটলে বিন্দু জল
করতলে মেশে নোনা কাজল |
প্রবল যুক্তি , তীক্ষ্ণ , ক্ষুরধার
নিরাশা তবু আগ্রাসে , যাযাবর  |

একাকীত্ব কিন্তু  বৈকল্য নয়
অসহায় নিরুপায় যুক্তিও নয় ,
সবকথাই  শেষ হলে পর
ভাঙা শরীর , জ্বরাক্রান্ত স্বর ,
অদ্যাবধি এক ভাববাচ্যে বাস
তবুও দেয় কোনো আভাস |

জীবন কোনো  অদ্ভুত  মায়া
অলৌকিক , অযৌক্তিক  এক ছায়া
বোঝার  বা  দেখার ও  নয়
বোঝানোর ব্যর্থ ভাষারও  নয়
মধ্যবর্তী যা  থাকে, বাকি
অনুক্ত সেটুকুই  কম কি !