লিখে যেতে যেতে কতকালের কথা। .
একদিন যদি সত্যি নেমে আসে পৃথিবীতে !
ঝুম বৃষ্টি নামে অবেলায় , আকাশ কালো করে !
একটা একাকী গানের সুরে , তবু জাগে বোধ কোনো এক ,
লিখে যেতে যেতে অনাদিকালের বুড়ো এক বিহঙ্গের স্মৃতি জুড়ে ।
তারে আমি কখনো কিছু দেইনি , তার মত করে , শূন্যতায় মোহগ্রস্ত জীবন আমার
নিভে যেতে যেতে তবু অনুভূতির রংগুলো ঝরে , মৃতপ্রায় সাদা ক্যানভাসে আবার ।
শুভকামনা জানবেন।
একটি কথা আপনাকে জানায়ে রাখি!
আমি এলএলবি করেছি, বারকাউন্সিলের রেজি:
এ্যাপেনটিস্ট ল'য়ার। বেসিক্যালি আমি আয়কর প্যাকট্রিস করতে চাই। আপনি আমাকে সঠিক পথের অনুশীলন দেখাতে সহায়ক হতে পারেন কৃতজ্ঞ থাকবৌ।
শুভরাত্র। ভাল থাকবেন সপরিবারে সতত।
মুগ্ধ হলাম।
শুভকামনা।
পাঠে অপার মুগ্ধতা।