অনেকদিন পর কথা বলছিলাম   দুজনে
শুনছি  তোমার কথা ,খুঁটিনাটি মুঠোফোনে
তোমার সদ্য পাওয়া চাকরিটির খবর দিলে  
মার্ ভঙ্গুর  শরীর নিয়ে  খুব   মুষড়ে ছিলে ...  
তবু কথা বলছিলাম অনর্গল , দুজন মিলে |


কেমন আছো তুমি ? ভাবলাম একবার |
মনে পড়ে, খুব চাপা মেয়ে তুমি , বরাবর
আড়াল  কিছু তাই , বোবা , নীরব সে জলে  
নিভৃত যাপন স্বেচ্ছায় ,জীবন একলাই  চলে |
এভাবেই চাও তুমিও  , তাই জানি, তাই বলে !


ক্রমাগত তোমার কথা ভাবছি আবার
আকুল  কান্নার  স্বর  , খুব খারাপ খবর....
তোমার মা মৃত্যু শয্যায় , ঘনায় ঘোর  আঁধার
জীবনের খুঁটিনাটি নিয়ে , জলে ঝাপসা চার ধার ...
জানিনি কিছুই আর , জানতে দেবে? শুধু একবার ?


নিত্য কথার রাশি, ভেসে ভেসে হয় বাসী  
বলেছিলাম কখনো , তোমাকেও  আমি বাসি ?  
কানে বাজে বারবার , ' লাইফ সাপোর্ট আবার ...'
জল ভরে  আসে তাই  , পোড়া চোখ আমার  !
পারিনি মোছাতে চোখ , ভাষা কিছু  খুঁজিনি  আর !