জানালারই চিলতে ফাঁকে
ছোট্ট একটা পাখি ,
ইট-কাঠেরই ঘন বনে
করছে ডাকাডাকি |

কিচিরমিচির পাখির বোলে
সুরের ধারা ঝরে ,
মুখোমুখি জানালার গ্রীল
ঝুলন্ত তার নড়ে |

সারিসারি দালান কোঠা
কোথাও ভীষণ একা ,
পলে পলে মলিনতার
ক্ষত যায় যে দেখা |

কালো ধোঁয়ায় আকাশ ভরে
শহরে আলো ধাঁধায় ,
ভালো লাগে যখন পাখি
গাইতে শুনি তোমায় |

ইট-কাঠেরই ঠাসবুনোটে
পাখির সুরে ভ্রমি ,
নিশ্চিত হই বেঁচে আছে
বুক পাঁজরের জমি |

ঢাকা , ২৮শে আগস্ট, ২০১৮
(ফিরে আসবার আগে  শেষ লেখা |)