কৃতজ্ঞতা স্বীকার:


"হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান।
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান "
                -কাজী নজরুল ইসলাম


আজকের মেনুর কি অবস্থা?
খুবই খারাপ।  বাজার করতে হবে।
তাহলে করে ফেলো ঝটপট।
সমস্যা কোথায় ?
মূলত দুইটি।
কিরকম ?
প্রণীত বাজেটে বিপর্যয় ঘটছে প্রায়ই।  
দ্বিতীয়ত , নীতিমালায় প্রণয়নের অভাব
এছাড়া আবহাওয়ার দুর্যোগ তো লেগেই আছে!
যা ঝকঝকে সকাল হবার কথা ছিল,
সেটার মধ্যে ডিজিটাল এক্সিট খুঁজতে হয়
একেবারে নাজেহাল অবস্থা !


ভাবি, প্রেম থাকলে জীবনে মন্দ হতোনা।
কিন্তু হায়! ওটা মানিব্যাগের সাথে
ডাইরেক্টলি প্রপোর্শনাল ....
চাহিদার সাথে সাথে ক্ষমতার দাপটে
প্রকাশভঙ্গী ওঠানামা করে শুধু।  


আর বাকি পড়ে থাকে যা,
তা কিছুটা ইসলামী ভাবধারার,
কিরকম?
এই যেমন ,
কেন এখনো যাকাত দেবে?
বা দেবে না?
কেন এখনো তুমি গরীব পুরোপুরি নও,
এখনো নীচের দিকে তাকিয়ে থাকবে কেন ?
ইত্যাদি।
সেটা করতে গিয়ে যদি
মূলধারায় হাইওয়ে তে
বড় কোনো দুর্ঘটনা ঘটে ,
তবুও।
কি আছে এই জীবনে!


এতো নিরাশ কেন সবকিছুতে !
হওয়ার আশা আছে বলেই বোধহয়!
তবে কোন বাড়িতে গিয়ে আশা যে বসে আছে
কিছুতেই ধরতেই পারছিনা, তাই পথে হলো দেরী।


লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো রে।
ওই খানেই তো কামড়ে মাটি পড়ে ঘাঁটি, খালি টিকে থাকলে হয়!