এক মুহূর্তের পলক ফেলতে না ফেলতে
অমিত সম্ভাবনা জাগে .... ভোরের মতো |
নিঃশব্দে কুঁড়ির মুখ খুলে যায়
যুগপৎ আনন্দ ও বিষন্নতায় |
পতন ও উত্থানের অসংখ্য মুহূর্তের মতো
একটা রক্তমাংসের দেহে প্রাণ ধুকপুক করে |
অনাদিকালের আকাশ আমার , আমার অনন্ত নক্ষত্রপুঞ্জ !
নোনাজলে , ধোঁয়াশায় কেন খুলে যায় ঘন বিষাদের নীলাঞ্জন ?
অসাধারন সব কবিতা লিখছেন,
অনেক শুভেচ্ছা কবি, ভাল থাকবেন নিরন্তর
আর বিষাদের নোনাজলে ভেসে যায় অবিকার;
আদিকালের নক্ষত্রপুঞ্জ পুড়ে পুড়ে ছাই হয়,
শুধু ধোঁয়াশায় ভেসে যায় এ মানুষের অন্তর!
জীবনের গূঢ়তম ভাবনার প্রকাশ ঘটেছে কবিতায়। ভালো লাগলো। শুভ কামনা কবি তামান্না ফেরদৌস।
শব্দের প্রাঞ্জলতা কবিতার জীয়নকাঠি।
ঠিকঠাক প্রয়োগ কবির অনন্য গুণ।
শুভেচ্ছা নির্মল ভালোবাসার সাথে।
দীর্ঘজীবি হোন।।