অনেক রাত গড়িয়ে গেলে শ্বাস দীর্ঘতর হয়
ঘুমন্ত স্বপ্নের ভেলায় ভেসে শান্ত নিরবধি সময় |
মুঠোয় রাখা ক্ষণ, নিছক অখণ্ড , অফুরান প্রহর
তবু কৃতজ্ঞতা জাগে বোধে, নিছক নয় এ অবসর |
শিশু মুখ, কচিবুক , চির তরুণ বক্ষের কাঁপন শুনি
ঝরাপাতার দিনের শেষে ক্লান্ত স্বরের দোলায় বুনি ..
শব্দ ঝরা , হরষে ভরা, পশমি সে ঘন বুনটের শাল
কায়ে নয় , প্রাণে প্রাণে মুখর হোক সে আনন্দ কাল |