লালিত বুকের স্বপ্নগুলো
তারাখসা আকাশে আজি .
প্রগলভ এক মিলনমেলা
জ্বলন্ত সেই আলোকবাজী |

চুপচাপ নিশ্চুপ রাতটি
হাতছানি দেয় অলক্ষ্যের ,
তীরে এসেও ভরাডুবি
বিরহী মেঘেঢাকা যক্ষের |