আলো অন্ধকারে কোনো এক তৃষ্ণা
ক্রমশ: খাঁটি প্রেমিক হয়ে ওঠে |
নিশ্ছিদ্র অন্ধকার চুম্বন করে চুলের রাশি ,
ঘন হয়ে ওঠা জমাট  নীরবতা |
হারিয়ে ফেলা কোনো সুরের জন্য
মন আনচান করা মুহূর্ত গুলো
হঠাৎ পরিণত হয় গাঢ় এক বোধের
বুঝতে না চাওয়া ...
ভীষণ সহজ আপাত এক সংস্থানে |


আর তাই,
আমি সেই অন্ধকারের দিকে
ফিকে হয়ে আসা আলোর
প্রত্যাশায় তাকিয়ে থাকি ....


উপুড় আকাশ ঠিক তখনি চমকে দিয়ে বলে
"তারাগুলো ঠিক চেনো তো ?
বাড়ি ফিরতে পারবে তো চিনে?"
বেশ জটিল প্রশ্ন...
তাই ভাবছি বসে বসে ,
উত্তরটা ঠিক কতখানি সহজ হলে
আকাশ চেনা যায় , দূরে ...ও কাছে ||